করোনা উপসর্গ নিয়ে কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ীর মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুন ১০, ২০২০
০৫:৪০ অপরাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
০৫:৪০ অপরাহ্ন



করোনা উপসর্গ নিয়ে কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সিলেটের কুদরত উল্লাহ মার্কেটের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মো. আব্দুল করিম (৫২) নামের এই ব্যবসায়ী ছিলেন মার্কেটের সৌরভ ডিজাইন প্রিন্টিং এর পরিচালক।

আজ বুধবার (১০জুন) বেলা আড়াইটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)।

জানা যায়, গত ৩ দিন ধরে জ্বর, মাথা ব্যথাসহ করোনা উপসর্গে ভুগছিলেন। আজ বুধবার তাঁর অবস্থার অবনতি হলে অজ্ঞান অবস্থায় তাকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ী আব্দুল করিমের গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়। তিনি প্রায় ২৫ বছর ধরে সৌরভ ডিজাইন প্রিন্টিং এর পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। মরহুমের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

 

আরসি-১০