কানাইঘাট প্রতিনিধি
জুন ১০, ২০২০
০৬:১৯ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
০৬:২০ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের দূর্গাপুর উত্তর সরুফৌদ গ্রামে সরকারি গোপাট ভরাট করে পানি নিষ্কাশনের কোনো ধরণের ব্যবস্থা না রেখে সরকারি অর্থায়নে মাটির রাস্তা নির্মাণ করায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে রাস্তার পশ্চিম পাশে বসবাসরত অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
পানি নিষ্কাশনের কোনো ধরণের ব্যবস্থা না রাখার কারণে বৃষ্টিপাত হলেই অনেকের বাড়িঘরের আঙিনা ও পুকুরসহ শৌচাগার পানিতে তলিয়ে যায়। যার কারণে এসব পরিবারের লোকজন ময়লা, দুর্গন্ধযুক্ত নোংরা পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, সরকারি গোপাটের পূর্ব অংশের জায়গা দখল করে পানি নিষ্কাশনে বাধা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় গ্রামের মৃত নুরুল হকের পুত্র সিরাজুল হক গত ২০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গ্রামের ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বিষয়টি সরেজমিনে তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য বড়চতুল ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন।
সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গোপাটের পূর্বের অংশের জায়গা দখল করে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা করায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে সত্যতা পেয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের বরাবরে গত ২ জুন একটি প্রতিবেদন পাঠান। তার পরেও পানি নিষ্কাশনের কোনো ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে গ্রামের অনেকে জানিয়েছেন। সরকারি গোপাটের রাস্তার পূর্বাংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হলে জলাবদ্ধতার অবসান হবে বলে জানান তারা।
এ ব্যাপারে গ্রামের অধিকাংশ লোকজন স্থানীয় প্রশাসন এবং বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এমআর/আরআর-১৬