সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক


জুন ১১, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ১১, ২০২০
০৭:২৫ অপরাহ্ন



সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই
সিলেট ও সুনামগঞ্জে একদিনে সর্বোচ্চ ১৩৭ জন আক্রান্ত

সিলেট বিভাগে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ সংখ্যা এখন দুই হাজার ছুঁই ছুইঁ করছে। সিলেট বিভাগের দুই জেলা সিলেট ও সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জ জেলায় ৪৬ জন। এ নিয়ে বিভাগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮শ ৬৮ জনে গিয়ে দাঁড়াল। 

বুধবার (১০ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।  

ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে আজ ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বেশি। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় আরও ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। মঙ্গলবার প্রথম দফায় মাত্র ৯৪টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। 

বুধবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৮৮ জন। নতুন আরও ৯১ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১ হাজার ৭৯ জন। 

জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ও মহানগরে ১৫ জন, জকিগঞ্জের ১৮ জন, গোয়াইনঘাটের ১১ জন,  জৈন্তাপুর উপজেলার ২ জন, ও বিয়ানীবাজার উপজেলার ১ জন রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাতে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে সিলেট বিভাগের ৩৩ জনের করোনা শনাক্ত হয়। তবে তারা কোন জেলার তা এখনও জানা যায়নি। তাদের ঠিকানা জানা না যাওয়ায় প্রতিবেদনের জেলাভিত্তিক তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। 

এছাড়া সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৯৬ জনে দাঁড়াল। বুধবার (১০ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।  

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

জানা গেছে, শনাক্তদের মধ্যে ছাতক উপজেলার ১৯ জন, দোয়ারাবাজার উপজেলয়ার ৯ জন, জামালগঞ্জ উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬ জন, সদর উপজেলার ২ জন ও দিরাই উপজেলার একজন।

বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫০ জন। রাতে নতুন ৪৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৩৯৬ জন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে  ১ হাজার ৮৬৮ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৭৯ জন, সুনামগঞ্জে ৩৯৬ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন রয়েছেন।

বিএ-০২