সিলেটে আক্রান্ত প্রায় দুই হাজার, মৃত্যু বেড়ে ৪১

নিজস্ব প্রতিবেদক


জুন ১১, ২০২০
০৭:২৩ অপরাহ্ন


আপডেট : জুন ১১, ২০২০
০৭:২৩ অপরাহ্ন



সিলেটে আক্রান্ত প্রায় দুই হাজার, মৃত্যু বেড়ে ৪১

সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় দুইহাজার। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু সিলেট জেলার ১৭৫ জন। এনিয়ে জেলায় আক্রান্ত হাজার ছাড়ালো। এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৬৪। এর মধ্যে ৪১ জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮০ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৪৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল পর্যন্ত ১৯৬৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১৬৩ জন, সুনামগঞ্জে ৩৯৬ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন। 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ৩৮০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১২৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৯৯ জন ও মৌলভীবাজারে ৭ জন। 

সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪৩৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৪ জন, হবিগঞ্জে ১৩৯ জন ও মৌলভীবাজারে ৬২জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪১ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ জন, মৌলভীবাজারে চার জন, সুনামগঞ্জে তিনজন ও হবিগঞ্জে তিনজন। 

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেটে দুইজন ও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।'

এনএইচ/বিএ-১১