করোনায় শামসুদ্দিনে গোলাপগঞ্জের একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ১২, ২০২০
১২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
১২:৩৬ পূর্বাহ্ন



করোনায় শামসুদ্দিনে গোলাপগঞ্জের একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামে। তার নাম মতিন মিয়া। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

তিনি বলেন, ' করোনা আক্রান্ত হয়ে বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের এক বৃদ্ধ সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেছেন।'

তিনি আরও বলেন, গত ২৮ তারিখে তিনি নমুনা জমা দেন আর (৩০ মে) বৃদ্ধের করোনা আক্রান্তের রিপোর্ট পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

এনএইচ/বিএ-১৯