গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ১২, ২০২০
০৪:২৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০৪:২৯ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ মতিন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুযায়ী মৃতের জানাজার নামাজ আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মতিন মিয়া গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামের বাসিন্দা। গত ৩০ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওইদিনই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এফএম/আরআর-১০