বিশ্বনাথ প্রতিনিধি
জুন ১১, ২০২০
০৫:৫৮ অপরাহ্ন
আপডেট : জুন ১১, ২০২০
০৫:৫৮ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে শারীরিক দূরত্ব উপেক্ষা ও মাস্ক না পরে বের হওয়ায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান।
এ সময় দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ১০টি মামলায় ২ হাজার ১শ টাকা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএ/আরআর-১৪