ঢাকার ল্যাবে সিলেটের আরও ৩৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ১২, ২০২০
০৫:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৮:৩৫ পূর্বাহ্ন



ঢাকার ল্যাবে সিলেটের আরও ৩৮ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় আরও ৩৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৮ জনে দাঁড়ালো। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট মিররকে তিনি জানান, ঢাকার ল্যাবে সিলেট জেলার ১৮৯ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আক্রান্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ৩২ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ জন ও বিয়ানীবাজার উপজেলা ৪ জন।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৬৩ জন। রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪৭ জন এবং ঢাকার ল্যাবে আরও ৩৩ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১ হাজার ২৪৮ জন। 

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১৩৮ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪৩৩ জন।  

প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় ৫ এপ্রিল। প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৫ এপ্রিল। 

এনসি/বিএ-২৫