সিলেটে ভয়ংকর করোনা, একদিনে আক্রান্ত আরও ১০৮ জন

নিজস্ব প্রতিবেদক


জুন ১২, ২০২০
০৮:১০ পূর্বাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৮:১০ পূর্বাহ্ন



সিলেটে ভয়ংকর করোনা, একদিনে আক্রান্ত আরও ১০৮ জন

করোনাভাইরাসের ভয়ংকর রূপ দেখছেন সিলেটবাসী। সিলেট ও সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮৫ জন এবং সুনামগঞ্জ জেলায় ২৩ জন। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭২ জন। 

বৃহস্পতিবার (১১ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।  

বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে আজ ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ৪৩ জন, দক্ষিণ সুরমার দুজন, বালাগঞ্জের একজন এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বাহুবলের একজন রয়েছেন।

এছাড়া একই দিন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের ল্যাবে সিলেট জেলায় আরও ৩৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট মিররকে তিনি জানান, ঢাকার ল্যাবে সিলেট জেলার ১৮৯ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আক্রান্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ৩২ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ জন ও বিয়ানীবাজার উপজেলা ৪ জন।

এ নিয়ে সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৮ জনে দাঁড়ালো। 

এদিকে সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪১৯ জনে দাঁড়ালো। আজ বৃহস্পতিবার (১১ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 

সুনামগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, নতুন ২৩ জন শনাক্তের মধ্যে সদর উপজেলার ৪ জন, জগন্নাথপুরের ৭ জন, দোয়ারাবাজারের ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জের ৪ জন ও দিরাইয়ের ৩ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিলেন ৩৯৬ জন। নতুন আরও ২৩ জন শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৯ জনে।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭২ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৪৮ জন, সুনামগঞ্জে ৪১৯ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন।

সিলেট বিভাগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪৩৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৪ জন, হবিগঞ্জে ১৩৯ জন ও মৌলভীবাজারে ৬২জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪১ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ জন, মৌলভীবাজারে চার জন, সুনামগঞ্জে তিনজন ও হবিগঞ্জে তিনজন। 

বিএ-০২