চুনারুঘাটে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন

চুনারুঘাট সংবাদদাতা


জুন ১২, ২০২০
০৭:৩৭ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৭:৩৭ অপরাহ্ন



চুনারুঘাটে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ইউনিয়ন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রাণীসম্পদ অফিসে এ প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়।

গৃহপালিত পশু গরু-ছাগলের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ এবং ভ্যাক্সিন প্রয়োগের নিয়ম আয়ত্ত করতে উপজেলার ১০টি ইউনিয়নের ১০ জন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরকে এ প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ দিয়েছেন জেলা প্রাণীসম্পদ অফিসার ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. এজেডএম ওয়াহিদুল আলম শাহিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, লাইভষ্টক এক্সটেনশন অফিসার ডা. জয়ন্ত বণিক প্রমুখ।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া টানা তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচী বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, পিপিআর ও ক্ষুরা রোগের ভ্যাক্সিন সীমিত খরচে খামারিদের গরু-ছাগলকে নিয়মানুযায়ী প্রয়োগ করার জন্য উপজেলার প্রত্যেক ইউনিয়নে একজন করে সর্বমোট ১০ জন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

জেএ/বিএ-০৫