শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ১২, ২০২০
০৩:৫৭ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০৩:৫৮ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবলে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন এক নারী চা শ্রমিক। আজ শুক্রবার (১২ জুন) বেলা ২টায় রশিদপুর রেলস্টেশনের পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নারী চা শ্রমিকের নাম শ্রীমতি চাষা (৬০)। তিনি দারাগাঁও চা-বাগানের মৃত সদাই চাষার স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় রেললাইনে হাঁটতে গেলে সিলেট থেকে চট্রগ্রামগামী পাহাড়িকা ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসডি/আরআর-০৫