ঢাকায় করোনায় মৃত্যু, বিয়ানীবাজারে দাফন

বিয়ানীবাজার প্রতিনিধি


জুন ১২, ২০২০
০৫:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৫:১৩ অপরাহ্ন



ঢাকায় করোনায় মৃত্যু, বিয়ানীবাজারে দাফন

ঢাকায় দীর্ঘদিন পরিবার নিয়ে বসবাসবাসকারী সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ছুনু মিয়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে তিনি ঢাকায় মারা যাওয়ার পর আজ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা তার লাশ দাফন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ছুনু মিয়া দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল।

দাফন সম্পন্ন করার সময় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরাসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

প্রসঙ্গত, এ নিয়ে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামের দুইজন করোনাভাইরাসে মারা গেলেন। দুইজনের দেহেই করোনার সংক্রমণ ঘটেছিল বিয়ানীবাজারের বাইরে থেকে। তাদের মধ্যে একজন গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক আবুল কাশেম। তিনি পরিবার নিয়ে আছিরগঞ্জ বাজারে বসবাস করতেন। আর দ্বিতীয়জন বৃহস্পতিবার ঢাকায় মারা যাওয়া বৃদ্ধ ছুনু মিয়া।

 

এসএ/আরআর-০৯