সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২০
০৫:৫৩ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০৭:১৯ অপরাহ্ন
প্রস্তাবিত বাজেটকে সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থরক্ষাকারী হিসেবে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখা। সেই সঙ্গে দেশবাসিকে বাজেট প্রত্যাখান করার আহ্বান জানান তারা।
আজ শুক্রবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট কুমার চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত সাধারণ শাহীন আলম যৌথ বিবৃতি দেন
বিবৃতিতে তারা বলেন, বৈশ্বিক মহামারী মোকাবেলায় স্বাস্থ্য, কৃষি, শিল্প ও শ্রমজীবী জনগণের জীবন ও জীবিকা রক্ষার্থে বাজেটে কোনো সুনির্দ্দিষ্ট নির্দেশনা নেই। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দ করা হলেও ‘সবার জন্য চিকিৎসা’ নিশ্চিত করার দিকনির্দেশনা নেই। মূলত ‘টাকা যার চিকিৎসা তার’ এই নীতিতেই স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়। এছাড়া কৃষিতে যান্ত্রিকী করণের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়, যা মূলত ধনী কৃষক এবং বহুজাতিক কোম্পানী ও তার এদেশীয় এজেন্টদের লাভবান করবে।
নেতৃবৃন্দ বলেন, একই সঙ্গে কৃষিতে সাম্রাজ্যবাদের ভিত্তি সামন্তবাদী শোষণ তীব্র হয়ে কৃষক ও কৃষিব্যবস্থা বিপর্যস্ত হবে। জাতিসংঘের ‘টেকসই উন্নয়নের লক্ষ্য’ তথা ‘এসডিজি’কে সামনে রেখে দেশি-বিদেশি অবাধ বিনিয়োগের নামে প্রস্তাবিত বাজেট লগ্নিপুঁজি ও দালালপুঁজির স্বার্থরক্ষা করায় শোষণ-লুন্ঠন আরো বেপরোয়া হবে। সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য আরও দ্রুত বৃদ্ধি পাবে। এমনকি সামাজিক সুরক্ষা খাতে বাজেটে যেটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তাও দলীয় নেতাকর্মীদের লুটপাট ও দূর্নীতির পর ভুক্তভোগীর কাছে গিয়ে পৌছোবে অতি সামান্যই। এসডিজিকে সামনে রেখে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজনে শিক্ষাখাতের গুরুত্ব সামনে আসছে, যা মূলত লগ্নিপুঁজি ও দালালপুঁজির স্বার্থের সঙ্গে সম্পর্কিত।
বাজেটকে প্রত্যাখানের আহ্বান জানিয়ে তারা বলেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। সরকার ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিলেও বাজেটে মোবাইল ফোন কল, ইন্টারন্টে, অনলাইন শপিংয়ের খরচ বৃদ্ধি করেছে। আজ তাই জাতীয় ও জনস্বার্থমুখী বাজেটের পূর্ব শর্ত হচ্ছে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সমাজ। এই বাজেটকে প্রত্যাখান করার জন্য দেশবাসিকে আহ্বান জানাই।
আরসি-১০