সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২০
০৬:০১ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০৬:০১ অপরাহ্ন
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্প্রিং টার্মের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ২০ জুন থেকে শুরু হবে। পরীক্ষায় অংশ নিতে ১৭ জুনের মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে।
আজ শুক্রবার (১২জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য নিশ্চিত করেছে।
জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, স্প্রিং টার্মে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করা যাবে। এজন্য এই লিংকে প্রবেশ করতে হবে- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd-TJHWpb63uRMPP3aOWNh5WQXq2lzA9EHH-rBVCENkevnjjA/viewform?fbclid=IwAR2QbhKNdQRKbdd6XCxRYfMYIXNVV4ucTg1qRjFWQRkMm0qs_R6EeTSJhlc।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় বাদ পড়া, অকৃতকার্য এবং মানোন্নয়নসহ প্রতিটি কোর্সে এক হাজার টাকা করে ফি প্রদান করতে হবে।
শিক্ষার্থীরা বিকাশ বা নগদ (০১৭৫৭৫৩৫৮৪৪) কিংবা এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের ফি প্রদান করতে পারবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী জানান, ইউজিসির নির্দেশনা অনুসারে বর্তমানে অনলাইনে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলছে। ৭ জুন স্প্রিং টার্মের পরীক্ষা শেষ হয়েছে। আর এ টার্মের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে ২০ জুন।
আরসি-১১