নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২০
০৮:২১ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন
সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭ জনে দাঁড়ালো।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন শনাক্তদের বেশিরভাগই সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রাতে সিলেট মিররকে বলেন, ‘হাসপাতালের ল্যাবে আজ শুক্রবার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।’
আজ শুক্রবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৩৭ জন। রাতে নতুন ৪০ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১ হাজার ২৭৭ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ১১৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন।
আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১৩৮ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪৪৫ জন।
প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল।
এনসি/ এনপি-০৬