সিলেটে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরও ৪০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ১২, ২০২০
০৮:২১ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন



সিলেটে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরও ৪০ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭ জনে দাঁড়ালো। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন শনাক্তদের বেশিরভাগই সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রাতে সিলেট মিররকে বলেন, ‘হাসপাতালের ল্যাবে আজ শুক্রবার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।’

আজ শুক্রবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৩৭ জন। রাতে নতুন ৪০ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১ হাজার ২৭৭ জন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ১১৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১৩৮ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪৪৫ জন।  

প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল। 

এনসি/ এনপি-০৬