নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২০
০৯:১৬ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
০৯:৫৭ পূর্বাহ্ন
সিলেট জেলায় দ্রুত বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আজ শুক্রবার (১২ জুন) পর্যন্ত করোনা আক্রান্ত ১ হাজার ২৭৭ জনকে শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে করোনাভাইরাসের ‘রেডজোন’ হিসেবে সিলেট অঞ্চলকে চিহ্নিত করেছে। কিন্তু এখন পর্যন্ত সিলেট অঞ্চলকে লকডাউন করার বিষয়ে ঢাকা থেকে কোনো নির্দেশনা আসেনি।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন আজ শুক্রবার রাতে সিলেট মিররকে বলেন, ‘লকডাউনের বিষয়ে আমরা এখনও কোনো নির্দেশনা পাইনি। আগামীকাল (শনিবার) করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির একটি সভা আছে। সেখানে সবার মতামতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে তা গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত, অধিক সংক্রমিত রেড জোনগুলোতে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আজ সরকারের পাঁচজন মন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব অনলাইন বৈঠক করেন। বৈঠকে অধিক সংক্রমিত এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়নে জোর দেওয়া হয়।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত রেড জোন জায়গাগুলো লকডাউন থাকবে। রেড জোনগুলোতে স্পেশাল ট্রিটমেন্ট হবে। এসব এলাকায় স্পেশাল কেয়ার থাকবে, যাতে মুভমেন্ট না থাকে। রেড জোনগুলোতে অফিস বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘এসব এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। যাদের খাবার প্রয়োজন তাদের খাবার বিতরণ, সামর্থ্যবানদের কেনাকাটার ব্যবস্থা করা হবে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জনসাধারণের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত থাকবে।’
ফরহাদ হোসেন বলেন, ‘এসব এলাকায় ১৪-২১ দিন এমন লকডাউন থাকবে, যাতে সংক্রমণ বিস্তৃত না হয়।’
এনএইচ/এনপি-০৮