গোয়াইনঘাটে আ. লীগ নেতা সামসুল করোনায় আক্রান্ত

গোয়াইনঘাট প্রতিনিধি


জুন ১৩, ২০২০
০১:১২ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
০১:১২ অপরাহ্ন



গোয়াইনঘাটে আ. লীগ নেতা সামসুল করোনায় আক্রান্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষা শেষে আজ শুক্রবার  (১২ জুন) বিকেলে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।

তিনি সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ও স্বর্ণপদক প্রাপ্ত পূর্ব জাফলং ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু এবং গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকের ভাই।

সামছুল আলম তার নিজের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

এমএম/বিএ-০৪