সিলেটে আক্রান্ত ২১৪৩, মৃত্যু বেড়ে ৪৬

নিজস্ব প্রতিবেদক


জুন ১৩, ২০২০
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
১০:৫৩ অপরাহ্ন



সিলেটে আক্রান্ত ২১৪৩, মৃত্যু বেড়ে ৪৬

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বিভাগের মধ্যে শুধু সিলেট জেলাতেই আক্রান্ত তেরোশোর বেশি। এ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২১৪৩ । এর মধ্যে ৪৬ জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৩ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৪৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ শনিবার (১৩ জুন) সকাল পর্যন্ত ২১৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩০৫ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন। 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২০৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫৫ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১১৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৭ জন ও মৌলভীবাজারে ৫ জন। 

সিলেট বিভাগে আজ শনিবার সকাল পর্যন্ত ৪৫১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪০ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ১৪২ জন ও মৌলভীবাজারে ৬৯ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, মৌলভীবাজারে চার জন, সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে তিনজন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেটের দুইজন মারা গেছেন।'

এনএইচ/বিএ-০৮