সিলেট মিরর ডেস্ক
                        জুন ১৪, ২০২০
                        
                        ০২:১৫ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুন ১৪, ২০২০
                        
                        ০২:১৫ পূর্বাহ্ন
                             	
                        
            
    মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে আরও ১২১ জন।
আজ শনিবার (১৩ জুন) সকালে দলের পক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের আক্রান্ত ও মৃত্যুর তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে বিএনপির ১২১ জন আক্রান্ত হয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ ৫৬ জন মারা গেছেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘রাজশাহী বিভাগে ৫ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ২৬ ও মৃত্যু ১২ জন, কুমিল্লা বিভাগে আক্রান্ত ১৯ ও মৃত্যু ১৩ জন, ঢাকা বিভাগে আক্রান্ত ৪১ ও মৃত্যু ২৭ জন, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ও মৃত্যু ১, খুলনা বিভাগে আক্রান্ত ৭ জন, সিলেট বিভাগে আক্রান্ত ৮ ও মৃত্যু ২, ফরিদপুর বিভাগে আক্রান্ত ১৪ ও মৃত্যু ১। সর্বমোট দলের আক্রান্ত নেতাকর্মীর সংখ্যা ১২১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের।’
বক্তব্যের শুরুতেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংকার, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ এবং বিএনপি দলীয় নেতা-কর্মীসহ করোনা ভাইরাসের আক্রমণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে তাদের পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান তিনি।
তিনি বলেন, ‘করোনা ভাইরাসের আক্রমণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও বিপর্যস্ত। বাংলাদেশে বর্তমানে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী ও বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ সংক্রমিত ১০ দেশের মধ্যে ইতোমধ্যে বাংলাদেশের অবস্থান।’
বিএনপির পক্ষ থেকে এ পর্যন্ত ৫১ লাখ ৮১ হাজার ৩৬০টি পরিবারকে সহযোগিতা করা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, এই সহযোগিতার আওতায় ২ কোটি ৭ লাখ ২৫ হাজার ৪৪০ জন মানুষ উপকৃত হয়েছেন।
এএফ/০৩