মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিলেট চেম্বারের শোক

সিলেট মিরর ডেস্ক


জুন ১৩, ২০২০
০২:৩০ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
০৩:৩৯ অপরাহ্ন



মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিলেট চেম্বারের শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে গণমাধ্যমে শোক বার্তায় শোক জানিয়েছেন সিলেট চেম্বারের পরিচালনা পরিষদ।

শোক বার্তায় চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতি একজন বলিষ্ঠ নেতাকে হারাল। বর্ষীয়ান এই রাজনীতিবিদ দেশের কল্যাণে তিনি যেসব কাজ করে গেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহর কাছে মরহুমের পরিবারের সদস্যদেরকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দানের কামনা করেন। 

 

আরসি-০৪/