সিলেট মিরর ডেস্ক
জুন ১৩, ২০২০
০৩:১১ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
০৩:৪০ অপরাহ্ন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় ডা. মোর্শেদ বলেন, মো. নাসিম ছিলেন একজন দেশপ্রেমিক জনদরদী রাজনীতিবীদ। জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য উত্তরসূরী হিসেবে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করেছেন। আজীবন করে গেছেন মানুষের অধিকার আদায়ের রাজনীতি। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিককে হারাল। বাংলাদেশের রাজনীতিতে তার নেতৃত্ব শূণ্যতা সহজে পূরণ হবার নয়।
ডা. মোর্শেদ বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমও বড় অবদান রেখেছেন। তার সহযোগিতা না থাকলে এত দ্রুত বিশ্ববিদ্যালয় অনুমোদন ও বাস্তবায়ন সম্ভব হত না।
ডা. মোর্শেদ শোকবার্তায় মো. নাসিমের রূহের মাগফেরাত ও তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন। সেই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরসি-০৭/