জৈন্তাপুরে করোনায় আক্রান্ত আরও একজন

জৈন্তাপুর প্রতিনিধি


জুন ১৩, ২০২০
০৩:৩৮ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
০৪:০২ অপরাহ্ন



জৈন্তাপুরে করোনায় আক্রান্ত আরও একজন

সিলেটের জৈন্তাপুর উপজেলার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১ জন। এ নিয়ে জৈন্তাপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের, সুস্থ হয়েছেন ৯ জন। নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ জনের এবং ফল পাওয়ার অপেক্ষায় আছেন ৫২ জন।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অর্থ-সম্পাদক ও তামাবিল স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মো. জালাল উদ্দিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, মেকানিক, সাধারণ নাগরিকও করোনায় আক্রান্ত হয়েছে।

উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধের জন্য উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে নমুনা সংগ্রহ করছেন। এ পর্যন্ত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের গঠিত কোভিড-১৯, নবেল করোনাভাইরাস প্রতিরোধ টিম প্রায় ৫০০ নমুনা সংগ্রহ করেছে। গত ২০ মে থেকে এখন পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল হক সরকার সিলেট মিররকে জানান, উপজেলা থেকে প্রায় ৫০০ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে মোট ৫৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন, মোট ৯ জন সুস্থ হয়েছেন আর বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ৫২ জনের ফলাফল অপেক্ষামান রয়েছে। এছাড়া নতুন করে আরও ১০ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়েছে।

 

আরকে/আরআর-০৫