নগরে মসজিদের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ১৩, ২০২০
০৩:৪১ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
০৪:২১ অপরাহ্ন



নগরে মসজিদের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেট নগরের লালদিঘীরপারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে পড়ে মাহবুব আহমদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারা যাওয়া মাহবুব আহমদের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। সে সিলেটে একটি সোনার দোকানে কাজ করতো। আজ শনিবার বিকেলে সে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া সিলেট মিররকে বলেন, আমাদের ধারণা সে আত্মহত্যা করেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এনসি/বিএ-২০