সিলেট মিরর ডেস্ক
জুন ১৪, ২০২০
০৪:৪৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি অমান্য করায় সিলেট জেলায় ১৪০ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসন।
আজ শনিবার (১৩ জুন) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত সিলেট নগর ও জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য আজ শনিবার সিলেট মহানগর এলাকায় জেলা প্রশাসনের ৮টি টিম এবং সিলেটের সকল উপজেলায় ১১টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি অমান্যের অভিযোগে মোট ১৪০ জনকে জরিমানা করে।
করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং অব্যাহত আছে বলেও তিনি জানিয়েছেন।
এনসি/আরসি-১০