সিলেট মিরর ডেস্ক
জুন ১৩, ২০২০
০৬:৩২ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
০৬:৩২ অপরাহ্ন
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আজ শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় তিনি বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দেশে ও দেশের জনগণের জন্য কাজ করে গেছেন। তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল জনগণের মুক্তি। তিনি বাংলাদেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন বরেণ্য ও দেশ প্রেমিক রাজনীতিবীদকে হারাল। আর জাতীয় সংসদ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানকে।
মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বাংলাদেশের রাজনীতিতে তাঁর সাহসী নেতৃত্ব ও দক্ষতার সঙ্গে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে অবিস্মরণীয় হয়ে থাকবেন।
মন্ত্রী মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য-স্বজন-রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরসি-১৩