নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
০৭:০৭ অপরাহ্ন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শফিউল আলম (৮০) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেট নগরের সুবিদবাজার এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক জন্মেজয় দত্ত।
তিনি জানান, আজ (শনিবার) রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. এইচ আহমদ রুবেল বলেন, 'রাত আটটায় হাসপাতালের আইসিইউতে থাকা শফিউল আলমের (৮০) মৃত্যু হয়েছে। এছাড়াও আজ আইসিইউ থেকে এক চিকিৎসকসহ দুইজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এনসি/এএফ-০৭