কোম্পানীগঞ্জে আরও ২ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি কোম্পানীগঞ্জ


জুন ১৩, ২০২০
০৮:৫৭ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
০৮:৫৭ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে আরও ২ জনের করোনা শনাক্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু (৫০) ও টুকের বাজারের ব্যবসায়ী সজল দাস (৩৫)।

আজ শনিবার (১৩ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুম বিল্লাহ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চারজনের নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। ফলাফলে ২ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, ‘আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য এর আগে কোম্পানীগঞ্জ উপজেলায় আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। একজন শামসুদ্দিন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি দুইজকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন ইউএনও সুমন আচার্য।

এমকেএ/এনপি-০৭