সিলেট বিভাগে একদিনে ১৬৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ১৩, ২০২০
১০:৪৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৩:৫৪ অপরাহ্ন



সিলেট বিভাগে একদিনে ১৬৫ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও একজনের। এর মধ্যে সবচেয়ে বেশি সুনামগঞ্জ জেলায় ৯২ জন। সিলেট জেলায় ৪৭ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১৩ জন করে মোট ২৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। 

এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০৭ জনে গিয়ে দাঁড়াল। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৩৫২ জন, সুনামগঞ্জে ৫২৫ জন, হবিগঞ্জে ২৪০ জন ও মৌলভীবাজারে ১৯১ জন রয়েছেন।

শনিবার (১৩ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।  

ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এরমধ্যে বেশিরভাগই সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

এছাড়া সুনামগঞ্জের ৬১ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

তিনি জানান, শাবির ল্যাবে আজ ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এর আগে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষা শেষে ৩১ জনের ফলাফল পজেটিভ আসে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, ঢাকার আইইডিসিআর ল্যাবে কয়েকদিন আগে ২৮২ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে শুক্রবার ৩১ জনের পজেটিভ এসেছে।

তিনি জানান, আক্রান্ত ৩১ জনের মধ্যে জামালগঞ্জে ১৬ জন, ছাতকে ১৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে একজন করে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। 

হবিগঞ্জে পুলিশ, চিকিৎসক ও নার্সসহ নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) ঢাকা থেকে নতুন শনাক্তের বিষয়টি জানানো হয়। 

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল জানান, আজ জেলায় আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে চুনারুঘাটের ৬ জন, বাহুবলের ৪ জন ও সদরের ৩ জন। এনিয়ে জেলায় মোট ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন তিনজন। 

এদিকে, পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ মৌলভীবাজারে নতুন করে আরও ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন মৌলভীবাজারে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।

তিনি বলেন, 'জেলায় নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে দুইজন পুলিশ ও একজন স্বাস্থ্যকর্মী আছেন।

নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সদরে ৩ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯১ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন এবং মারা গেছেন ৪ জন।

অন্যদিকে, আজ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শফিউল আলম (৮০) নামে একজনের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সিলেট নগরের সুবিদবাজার এলাকায়। হাসপাতালটির মেডিসিন বিভাগের চিকিৎসক জন্মেজয় দত্ত তথ্যটি নিশ্চিত করেন। 

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. এইচ আহমদ রুবেল বলেন, 'রাত আটটায় হাসপাতালের আইসিইউতে থাকা শফিউল আলমের (৮০) মৃত্যু হয়েছে। এছাড়াও আইসিইউ থেকে এক চিকিৎসকসহ দুইজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৪৬ জন। রাতে আরও একজনের মৃত্যুতে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। আর সিলেট জেলায় বর্তমানে মৃত্যুর সংখ্যা ৩৬ জন। 

আরসি/বিএ-০২