সিলেটে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক


জুন ১৪, ২০২০
১০:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
১০:৪৮ পূর্বাহ্ন



সিলেটে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গতকালও বিভাগে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩২০ । এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৫ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৪৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ রবিবার (১৪ জুন) সকাল পর্যন্ত ২৩২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩৭২ জন, সুনামগঞ্জে ৫১৮ জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারে ১৯১ জন। 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২০৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৬১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১১৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৪ জন ও মৌলভীবাজারে ৬ জন। 

সিলেট বিভাগে আজ রবিবার সকাল পর্যন্ত ৪৮৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪৮ জন, সুনামগঞ্জে ১১১ জন, হবিগঞ্জে ১৫৭ জন ও মৌলভীবাজারে ৭৩ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৮ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬ জন, মৌলভীবাজারে চার জন 

সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন । 

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ' গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনএইচ/বিএ-০৬