জকিগঞ্জ প্রতিনিধি
জুন ১৪, ২০২০
০২:১০ অপরাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২০
০২:১০ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে পাগলা ঘোড়ার মতোই লাগামহীন হয়ে পড়ছে করোনাভাইরাস। প্রশাসনের ব্যাপক তৎপরতার পরও করোনার ছোবল থামছে না। প্রতিদিন আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে।
গতকাল শনিবার (১৩ জুন) ও আজ রবিবার (১৪ জুন) দুইদিনে করোনায় আক্রান্ত হয়ে উপজেলার দুইজনের মৃত্যু ঘটেছে। তারা হলেন- ফুলতলী গ্রামের মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের আব্দুশ শহীদ খাঁন (৭০) ও বালাউট গ্রামের শিফউল আলম (৭০)।
ফুলতলী গ্রামের আব্দুশ শহীদ খাঁন আজ রবিবার সকালে নিজ বাড়িতে ও বালাউট গ্রামের শফিউল আলম গতকাল শনিবার সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে মৃত্যুবরণ করেন। শফিউল আলম সিলেট শহরে বসবাস করতেন।
এর আগে জকিগঞ্জের হাইল ইসলামপুর গ্রামের আব্দুল কালাম ও কেছরী গ্রামের সুফিয়া বেগম করোনায় আক্রান্ত হয়ে সিলেটের হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানিয়েছেন, আব্দুশ শহীদ খাঁনের দাফন করবেন উপজেলা দাফন কমিটির সদস্যরা।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জকিগঞ্জে আজ রবিবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ২৩ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। তাদের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী।
ওএফ/আরআর-০২