সিলেট মিরর ডেস্ক
জুন ১৪, ২০২০
০৬:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২০
০৬:২৪ অপরাহ্ন
মাগুরছড়া অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ আদায়ের জোর দাবি জানিয়েছে বাসদ সিলেট জেলা। আজ রবিবার (১৪ জুন) বিকেলে নগরের আম্বরখানা এলাকায় এক প্রতীকী মানবন্ধনে এই দাবি জানান দলটির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাগুরছড়া অগ্নিকাণ্ডের ঘটনায় জমিজমা ও পরিবেশ মিলিয়ে ৫০ হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। সেই সঙ্গে বিপর্যয় ঘটেছে মানুষ ও পশুপাখির বসতির। যা আজও পূরণ করা সম্ভব হয়নি।
কোনো সরকার ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থা নেয়নি উল্লেখ করে তারা বলেন, অগ্নিকাণ্ডের জন্য অক্সিডেন্টাল গ্রুপ পুরোপুরি দায়ী। কিন্তু ঘটনার ২৩ বছর পেরিয়ে গেলেও আজও বাংলাদেশের কোনো সরকার ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। অক্সিডেন্টাল থেকে ইউনিকল, পরে এসেছে শেভরন। কিন্তু মাগুরছড়া অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ আদায়ে কোনো সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
মানববন্ধন চলাকালীন বিক্ষোভ সমাবেশে জেলা বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শাহজাহান আহমদ, সন্দিপ রঞ্জন নায়েক, আলী আহমদ, লাবলু মিয়া, ইমন আহমদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী নামধারী দুর্নীতিপরায়ণ কমিশন এজেন্টরা মিলে দুর্বৃত্তায়িত রাজনীতির ধারা তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় তারা জাতীয় সম্পদ লুটপাট করছে। আবার লুটপাটকারীদের পাহারাও দিচ্ছে।
অবিলম্বে মাগুরছড়া অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান বক্তারা।
আরসি-১১