সিসিকের ভ্রাম্যমাণ আদালত, ১৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


জুন ১৪, ২০২০
০৭:১১ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৭:১১ অপরাহ্ন



সিসিকের ভ্রাম্যমাণ আদালত, ১৪ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের অভিযান অব্যাহত রয়েছে। আজ রবিবার (১৪ জুন) নগরের বন্দরবাজার ও রিকাবীবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মানায় অভিযানকালে ৭টি মামলা দায়ের এবং সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। মাস্ক না পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত না করাসহ স্বাস্থ্যবিধির অন্যান্য শর্তসমূহ না মানায় তাদেরকে জরিমানা করা হয়েছে। 

সিসিকের চলমান সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিকের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, ‘সিলেটে প্রতিনিয়ত করোনা রোগীর সংখ্যা বাড়ছে। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নাগরবাসীকে আরও সচেতন হতে হবে এবং কঠোরভাবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ 

 

এনপি-০৩