ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের মোনাজাত

সিলেট মিরর ডেস্ক


জুন ১৪, ২০২০
০৭:২৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৭:২৪ অপরাহ্ন



ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের মোনাজাত

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সিলেটে কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪ জুন) বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের সিলেট জেলা ও বিভাগীয় কার্যালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া ইমাম প্রশিক্ষণ একাডেমি এবং সিলেট জেলার সকল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপজেলা মডেল রিসোর্স সেন্টারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জানানো হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও মউশিক প্রকল্পের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরসি-১৪