বিশ্বনাথে আরও ৪ জনের করোনা শনাক্ত

বিশ্বনাথ প্রতিনিধি


জুন ১৪, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন



বিশ্বনাথে আরও ৪ জনের করোনা শনাক্ত

বিশ্বনাথ প্রতিনিধি

সময়ের সঙ্গে সঙ্গে সিলেটের বিশ্বনাথে বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার (১৪ জুন) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় বিশ্বনাথের ব্যাংক স্টাফসহ আরও ৪ জনের শরীরে শনাক্ত হয় করোনা। করোনায় আক্রান্তরা হলেন-উপজেলার সদরের পূবালী ব্যাংকের একজন স্টাফ, উপজেলার শাহজিরগাঁও গ্রামের একজন, শ্বাসরাম গ্রামের একজন, রাজাপুর গ্রামের একজন। 

রবিবার রাত সাড়ে ১০টায় ৪ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে ২ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে প্রেরণ করা হয় এবং বাকি দুইজনের সিলেট ওসমানী হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত 

এ উপজেলায় মোট ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।

এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। আক্রান্তদের মধ্যে পুলিশ-স্বাস্থ্য কর্মকর্তাসহ ২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। উপজেলার মোট আক্রান্তদের মধ্যে বিশ্বনাথ থানা পুলিশের ৩৬ সদস্য রয়েছেন।

এমএএস/বিএ-১৩