ওসমানীনগর প্রতিনিধি
জুন ১৪, ২০২০
১১:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২০
১১:৪৮ অপরাহ্ন
ওসমানীনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রুফিয়া খাতুন নামের এক মহিলার মৃত্যু হয়েছে। ৭০ বছর বয়েসী ওই মহিলা উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের রজব খানের স্ত্রী। বর্তমানে তাদের পরিবার গোয়ালাবাজার স্কুল রোডের আব্দুল মালিক ভিলায় বসবাস করছেন। রবিবার (১৪ জুন) রাত ৮টার দিকে তিনি মারা গেছেন।
উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১২ জুন উপসর্গ নিয়ে ওই মহিলা সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে ওইদিনই তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার (১৪ জুন) বিকেলে মহিলার অবস্থার অবনতি হলে তার পরিবারের লোকজন তাকে বাসায় নিয়ে আসেন। রাত আনুমানিক ৮টার দিকে মৃত্যু হয় তার। এদিকে রাত সাড়ে ১১ টার দিকে তার করোনা পজেটিভ জানিয়ে আমাদের কাছে রিপোর্ট আসে।
স্থানীয় গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, করোনা পজেটিভ খবর পাওয়ার পর ওই মহিলার দাফন সরকারী স্বাস্থবিধি মেনে করার জন্য তাদের পরিবারকে বলা হয়েছে। তারা অপারগ হলে প্রশাসনের উদ্যোগে দাফনের ব্যবস্থা করা হবে।
এ নিয়ে ওসমানীনগরে করোনায় আক্রান্ত ২৬ জনের মধ্যে ২ জনের মৃত্যু হলো। গত ১৬ মে করেনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন উপজেলার দুলিয়ারবন্দ এলাকার রিকশাচালক হবিব মিয়া (৫০)। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হলে পরবর্তীতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
ইউডি/বিএ-০১