বদরউদ্দিন কামরানের বাসায় মেয়র আরিফুল

সিলেট মিরর ডেস্ক


জুন ১৫, ২০২০
০৮:৩২ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০৮:৪৩ পূর্বাহ্ন



বদরউদ্দিন কামরানের বাসায় মেয়র আরিফুল

পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় গেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুর খবর পেয়েই তিনি বাসায় ছুটে যান।

এ সময় তিনি বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। কিছুক্ষণের জন্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ নগরভবনে নেওয়ারও দাবি জানান মেয়র আরিফুল হক চৌধুরী।  

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এনপি-০৩