স্বাস্থ্যবিধি মেনে কামরানের দুই দফা জানাজা হবে

নিজস্ব প্রতিবেদক


জুন ১৫, ২০২০
০৫:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০৫:০৪ অপরাহ্ন



স্বাস্থ্যবিধি মেনে কামরানের দুই দফা জানাজা হবে

স্বাস্থ্যবিধি মেনে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের দুই দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১৫ জুন) সকালে ঢাকা থেকে ছড়ারপারস্থ নিজ বাসায় কামরানের লাশ  আসার সঙ্গে সঙ্গেই সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরের মানিকপীর টিলায় বাবা-মায়ের কবরের পাশে দাফনের আগে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সিলেট মিররকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুয়ায়ী আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সঙ্গত কারণে আমরা নামাজের কোনও সময় ঘোষণা করছি না। লাশ আসার পর ছড়ারপারে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে প্রশাসন ও দলীয় কয়েকজন নেতাকর্মী নিয়ে মানিকপীর টিলায় দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরউদ্দিন আহমদ কামরান। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক এ মেয়রের ফলাফল পজিটিভ আসে। এদিন থেকে বাসায় চিকিৎসা দেওয়া হলেও পরদিন ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৭ জুন রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এনসি/বিএ-০৭