গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ১৫, ২০২০
০৫:১১ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০৫:৫৫ অপরাহ্ন



গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অবৈধভাবে টিলাকাটার অভিযোগে দুই ব্যক্তিকে ৫৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল রবিবার বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাজিম উদ্দিনের পুত্র আশিকুজ্জামান রিহানকে আটক করে পুলিশ। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে মুক্ত করা হয়। এরপর দুপুরে উপজেলার আমুড়া ইউনিয়নের পূর্ব আমনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে টিলা কাটার দায়ে অপর এক মহিলাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে তার মুচলেকা নিয়ে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজ না করতে নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনব শারমিন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের এসি ডিরেক্টর মো. আলমগীর হোসেন। গোলাপগঞ্জ মডেল থানা অভিযানে সহযোগিতা করে।

এফএ/এনপি-০৫