কামরান ভাই জনগণের নেতা ছিলেন : মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক


জুন ১৫, ২০২০
০৫:১৯ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০৫:১৯ অপরাহ্ন



কামরান ভাই জনগণের নেতা ছিলেন : মেয়র আরিফ

'কামরান ভাই জনগণের নেতা ছিলেন, সিলেটবাসী তাকে চিরকাল স্মরণ করবে '। আজ সোমবার (১৫ জুন) সকালে বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এই কথা বলেন।

তিনি আরও বলেন, ' আমার কাছে যখন ফোন আসলো তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না কামরান ভাই নেই। গতকালকেও আমি খবর নিয়েছিলাম জানতে পেরেছি তিনি ভালো আছেন। সমগ্র সিলেটবাসী আশা করেছিল তিনি আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। তার এই মৃত্যুতে সবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক।'

মেয়র আরিফ বলেন, 'কামরান ভাইয়ের সঙ্গে দীর্ঘকাল কাজ করেছি। তিনি মেয়র ছিলেন আমি তখন কাউন্সিলর। এছাড়াও আমার সঙ্গে উনার ব্যাক্তিগত সম্পর্কও ছিল। যখন আমার স্ত্রী করোনায় আক্রান্ত হলেন তখন তিনি ফোনে আমার সঙ্গে যোগাযোগ করলেন। আমাকে বললেন বেশি বের না হতে আমরা ডায়বেটিস রোগী সাবধানে থাকতে। এমনকি ঢাকা যাওয়ার আগের দিনও উনার সঙ্গে আমার কথা হয়েছে।'

তিনি বলেন, আমরা বলেছি যদি প্রশাসন অনুমতি দেয় তাহলে এক মিনিটের জন্য হলেও কামরান ভাইয়েকে আমরা সিটি করপোরেশনে নিয়ে যেতে চাই। তিনি দীর্ঘকাল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা কিছুই না করতে পারলেও এক মিনিটের জন্য হলেও সেখানে শুধু নিতে চাই।'

এনএইচ/বিএ-০৮