ছড়ারপারের বাসায় বদরউদ্দিন কামরানের মরদেহ

সিলেট মিরর ডেস্ক


জুন ১৫, ২০২০
১০:২৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
১০:৩২ পূর্বাহ্ন



ছড়ারপারের বাসায় বদরউদ্দিন কামরানের মরদেহ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেট এসে পৌঁছেছে। দুপুর ১২টা ২৪ মিনিটে তাঁর মরদেহ ছড়ারপারের বাসভবনে এসে পৌঁছে। আগে থেকেই সেখানে অপেক্ষা করছেন স্থানীয় লোকজন ও সিলেটের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অ্যাম্বুলেন্সে করে সকাল ৭টায় মরদেহ নিয়ে সিলেট রওয়ানা হন তাঁর ছেলে ডা. আরমান আহমদ শিপলু। 

এনপি-৭