কামরানের শূন্যতা কোনোদিন পূরণ হবে না: মুহিত

নিজস্ব প্রতিবেদক


জুন ১৫, ২০২০
১১:২৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
১১:২৪ পূর্বাহ্ন



কামরানের শূন্যতা কোনোদিন পূরণ হবে না: মুহিত

সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার (১৫ জুন) এক শোকবার্তায় তিনি বলেন, ‘বদরউদ্দিন কামরানের মৃত্যুতে সিলেটে রাজনৈতিক এবং সামাজিকভাবে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবে না।’ 

শোকবার্তায় তিনি বলেন, ‘কামরান ছিলেন গণমানুষের নেতা। গণঅভ্যুত্থান থেকে শুরু হয় তার রাজনৈতিক অধ্যায়। ধীরে ধীরে পৌরসভার কমিশনার থেকে চেয়ারম্যান। ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কোনোদিন পূরণ হবে না।’

আরসি/এনপি-১০