নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২০
১২:৫৬ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২০
০১:১৪ অপরাহ্ন
বাবা বদরউদ্দিন আহমদ কামরানের জান্নাতের জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু।
মানিকপীর টিলায় দাফনের পর ডা. শিপলু কেঁদে কেঁদে সিলেটবাসীর কাছে তাঁর বাবার জন্য দোয়া চান। তিনি বলেন, ‘আব্বা দীর্ঘদিন এই নগরবাসীর সেবা করেছেন। এই নগরবাসীর সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। আমার বাবাকে আমরা আল্লাহর হাওলা করে এসেছি। আমরা সবার কাছে দোয়া চাই। আল্লাহপাক যেন আমার আব্বাকে জান্নাত দেন।’
তিনি বলেন, ‘আমরা এতিম হয়ে গেছি। আমি আমার আব্বার জান্নাতের জন্য দেশবাসীর কাছে, সিলেটবাসীর কাছে দোয়া চাইছি।’
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর ছড়ারপার জামে মসজিদে প্রথম জানাজার নামাজ এবং মানিকপীর টিলায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে মা-বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এনপি-১৫