সিলেট মিরর ডেস্ক
জুন ১৫, ২০২০
০১:৩২ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২০
০১:৩২ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন এক শোকবার্তায় বলেন, ‘বদরউদ্দিন আহমদ কামরান একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। সিলেটের যেকোনো রাজনৈতিক, সামাজিক, সমস্যা-সংকটে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’
এনএইচ/এনপি-১৮