সিলেটে করোনা আক্রান্ত ২৪০৬ ও মৃত্যু বেড়ে ৫৪

নিজস্ব প্রতিবেদক


জুন ১৫, ২০২০
০১:৩৯ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০১:৩৯ অপরাহ্ন



সিলেটে করোনা আক্রান্ত ২৪০৬ ও মৃত্যু বেড়ে ৫৪

সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪০৬ । করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৩ জন। ইতোমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৫৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ সোমবার (১৫ জুন) সকাল পর্যন্ত ২ হাজার ৪০৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১ হাজার ৪১৩ জন, সুনামগঞ্জে ৫৬৩ জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারে ১৯১ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২০৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১১৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৫ জন ও মৌলভীবাজারে ৬ জন। 

সিলেট বিভাগে আজ সোমবার সকাল পর্যন্ত ৫৩৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৮৮ জন, সুনামগঞ্জে ১১৭ জন, হবিগঞ্জে ১৫৭ জন ও মৌলভীবাজারে ৭৫ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন ।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সিলেট এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা।'

তিনি আরও বলেন, 'গতকাল রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে নতুন রোগী ৪১ জন। '

এনএইচ/এনপি-১৯