কোম্পানীগঞ্জে এবার করোনায় আক্রান্ত শিক্ষক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুন ১৫, ২০২০
০২:০৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০২:০৬ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে এবার করোনায় আক্রান্ত শিক্ষক

সিলেটের কোম্পানীগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। ইসকন্দর আলী (৯২) নামের ওই শিক্ষক উপজেলার দলইরগাঁও গ্রামের মৃত মফিজ আলীর ছেলে। তিনি তেলিখাল ইউনিয়ন পরিষদের সদস্য শাহীনুর রশীদের বাবা।

জানা গেছে, বয়োবৃদ্ধ ইসকন্দর আলী গত ৩ বছর ধরে সন্তানদের নিয়ে সিলেট নগরের খাসদবির এলাকায় নিজস্ব বাসায় বসবাস করছেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তিনি গত ৪ জুন শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। গতকাল রবিবার (১৪ জুন) সকালে আসা রিপোর্টে তার করোনা ধরা পড়ে। তাৎক্ষণিক তাকে সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইসকন্দর আলীর ছেলে তেলিখাল ইউনিয়ন পরিষদের সদস্য শাহীনুর রশীদ। 

উল্লেখ্য, এ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬ জনে। সর্বপ্রথম চলতি বছরের ২৩ জুন এ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। প্রথম আক্রান্ত হওয়া মানিকগঞ্জ জেলার বাসিন্দা ওই যুবক বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় বসবাস করছেন। তিনি নির্মাণাধীন সিলেট-ভোলাগঞ্জ সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডে কর্মরত। করোনা শনাক্তের পর শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে বর্তমানে সুস্থ হয়ে বাড়িতে আছেন তিনি। 

গত ৪ জুন এক পল্লী চিকিৎসকসহ দুইজনের করোনা শনাক্ত হয়। তারা উপজেলার ইসলামপুর ও টুকেরবাজারের বাসিন্দা। বর্তমানে তারা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তারা বর্তমানে অনেকটা সুস্থ আছেন বলে জানা গেছে। 

এরপর গত ১৩ জুন আক্রান্ত হন উপজেলা সদরের বাসিন্দা এক মুক্তিযোদ্ধা এবং টুকেরবাজারের এক ব্যবসায়ী। দু'জনেই বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

 

কেএ/আরআর-০২