নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২০
০২:০৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২০
০২:০৮ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সিলেট জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম এক শোকবার্তায় বলেন, ‘বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সিলেট জেলা শাখার সকল কর্মকর্তা গভীরভাবে শোকাহত। সিলেটের জনসাধারণের প্রিয়মুখ এ রাজনীতিবিদের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। দেশ ও জাতির সেবায় তাঁর অবদান আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’ তিনি বলেন, ‘আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। আমিন।’
এনসি/এনপি-২১