বিশ্বনাথ প্রতিনিধি
জুন ১৫, ২০২০
০৪:২৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২০
০৪:২৯ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লায়েকুজ্জামান (৫৬) নামের এক শিক্ষানুরাগীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের মরহুম ছমরু মিয়ার পুত্র ও উত্তর বিশ্বনাথ হাইস্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ছিলেন। বিবাহিত জীবনে তিনি দুই পুত্র ও তিন কন্যাসন্তানের জনক।
আজ সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের লাইনে কার্বনজনিত কারণে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে লায়েকুজ্জামান বিদ্যুতের লাইনে জমাট বাঁধা কার্বন বাঁশ দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিলেন। তখন খুঁটি থেকে হঠাৎ করে বিদ্যুতের লাইন ছিটকে লায়েকুজ্জামানের উপরে এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় লায়েকুজ্জামানকে উদ্ধার করে সিলেট নগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এমএ/আরআর-১০