চার চিকিৎসকসহ সিলেট জেলায় ৩৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ১৬, ২০২০
০৪:২৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন



চার চিকিৎসকসহ সিলেট জেলায় ৩৯ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৫২ জনে দাঁড়ালো।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।  

নতুন শনাক্তদের মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৪৪৫ জনের। এরমধ্যে সুনামগঞ্জে ৫৬৩জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারের ১৯১ জন রয়েছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের। এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন ।

প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল। 

এনসি/বিএ-১৯