স্বাস্থ্যবিধি অমান্য, সিলেটে ২০৩ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


জুন ১৫, ২০২০
০৯:১২ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০৯:১২ অপরাহ্ন



স্বাস্থ্যবিধি অমান্য, সিলেটে ২০৩ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে সিলেট জেলায় ২০৩ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

আজ  সোমবার (১৫ জুন) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত সিলেট নগর ও জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য সিলেট মহানগর এলাকায় জেলা প্রশাসনের ৮ টি টিম এবং সিলেটের সকল উপজেলায় ১১ টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ২০৩ জনকে জরিমানা করে। এছাড়া সাধারণ জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষে মাইকিংও করা হয়েছে।

এনসি/আরসি-০৮