আজ জিতলেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

খেলা ডেস্ক


জুন ১৬, ২০২০
০৭:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২০
১১:৩২ অপরাহ্ন



আজ জিতলেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

জার্মান বুন্ডেসলিগায় আজ মঙ্গলবার রাতেই নিষ্পত্তি হতে পারে চ্যাম্পিয়নশিপ। জিতলেই টানা অষ্টমবার লিগ শিরোপা ঘরে তুলবে বায়ার্ন মিউনিখ। সে লক্ষ্যেই রাত সাড়ে ১২টায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে মাঠে নামবে বাভারিয়ানরা। 

বুন্ডেসলিগটা যেন শুধুই বায়ার্ন মিউনিখের। গেল সাত বছরের পরিসংস্যান সেটাই বলছে। একচেটিয়া আধিপত্য যেন নিজেদের সম্পত্তি। এবারও তার ব্যতিক্রম নয়। যদিও মৌসুমের শুরুটা ছিল একেবারে নড়বড়ে। সেই বাভারিয়ানরাই এখন শিরোপা জয় থেকে মাত্র একপা দুরে। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন। দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে। লিগে বাকি আছে তিন রাউন্ড বাভারিয়ানদের দরকার মোটে একটা জয়। তাহলে কোন হিসাব নিকাষ ছাড়াই চ্যাম্পিয়ন।

দলের সেরা দুই খেলোয়াড় ছাড়া শিরোপা জিতুক, সেটা হয়তো বিধাতাও চাননি। নয়তো মনশেনগ্লাডবাখের বিপক্ষেই হয়ে যেত উদযাপনটা। এ ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লিগের টপ স্কোরার লেভানডোস্কি আর থমাস মুলার। দুই জনের সামনেই রেকর্ডের হাতছানি। অপেক্ষায় থাকতে চান না বায়ার্ন বসও।

প্রতিপক্ষও বেশ দুর্বল ভার্ডার ব্রেমেনের অবনমন প্রায় নিশ্চিত। ঝুলিতে পয়েন্ট মোটে ২৮। ম্যাচটা তাদেরই মাঠে। তবে নির্ভার বায়ার্ন। গেল এক দশক অপরাজিত। তাছাড়া ১১৩বারের দেখায় ৬২ ম্যাচেই আছে জয়। ৩০তম লিগ শিরোপা জয়ের সবরকম প্রস্তুতি নিয়েই রেখেছে বায়ার্ন মিউনিখ। তবে আফসোস উদযাপনটা হচ্ছে না ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায়।

এএন/০৫